বাংলার টোটো পাড়ি দিচ্ছে বিদেশে
টোটোর বিরুদ্ধে সম্প্রতি কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার।
তাদের চলাচলের ওপর বিভিন্ন জায়গায় করা হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যেই এলো খুশির খবর। বাংলার ই-রিক্সা পাড়ি দিচ্ছে আফ্রিকায়।
হুগলির সুগন্ধায় তৈরি টোটো চলবে আফ্রিকার ঘানার রাস্তায়। পোলবার সুগন্ধায় দিল্লি রোডের ধারে হুগলি মোটরসের কারখানায় প্রায় ২০০ লোক কাজ করেন। ইতিমধ্যেই সেই কারখানা কনটেনার ভরে খিদিরপুর ডক থেকে ঘানার উদ্দেশে পাড়ি দিয়েছে ই-রিক্সা।
আর এতেই আশায় বুক বাঁধছে বাংলার ক্ষুদ্র শিল্প মহল।