আমেরিকার সংস্থাদের মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও, ব্লুমবার্গ অনুযায়ী
আমেরিকার সংস্থাদের মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইওদের তালিকার শৃঙ্গে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক, যার বার্ষিক বেতন আনুমানিক ৮০ হাজার কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছেন ‘রিভিয়ান অটোমোটিভ’ সংস্থার সিইও রবার্ট স্ক্যারিঞ্জে রয়েছেন, ওনার বার্ষিক ১৮ হাজার কোটি। তৃতীয় স্থানে আছেন অ্যাপেলের টিম কুক, যার বেতন ৬৮১৯ কোটি টাকা। শীর্ষ ১৪ সিইওর মধ্যে একমাত্র মহিলা হিসেবে আছেন ‘কোটি’ নামক প্রসাধনী সংস্থার সিইও সু নাবি, যার বার্ষিক আয় ২২৬৭ কোটি টাকা। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।