খেলাধুলা বিভাগে ফিরে যান

এবছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ

ডিসেম্বর 31, 2022 | < 1 min read

শেষ ২০২২। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় ক্রীড়াবীদদের। 

আসুন দেখে নিই ২০২২ সালের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদদের।

বিরাট কোহলি: অনেক ট্রোলিং এর পর প্রায় ১০২১ দিন পর আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন তিনি। এটি ছিল আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে তাঁর প্রথম শতরান

পিভি সিন্ধু: অলিম্পিকে দুই বারের পদকজয়ী সিন্ধু কমনওয়েলথ গেমসে এবার সোনা জিতেছেন। 

নীরজ চোপড়া: চোটের কারণে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি তিনি। তবে টোকিও অলিম্পিকে সোনা জয়ী এই তারকা বিশ্ব অ্যাথেলেটিক্স-এ অংশ নিয়ে রূপো জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে নীরজ এবছরের সেপ্টেম্বরে জিতেছেন ডায়মন্ড লিগ।

সুনীল ছেত্রী: ৩৮ বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে ৮৪টি গোল করেছেন। ২০২১-২২ সালে এআইএফএফ-এর বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন সুনীল। এই নিয়ে ৭ বার তিনি এই পুরস্কার জিতলেন।

লক্ষ্য সেন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জিতেছেন তিনি।পাশাপাশি, ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare