২০২৩-এর সেরা খেলার ফলাফল
২০২২ সাল শেষ হয়েছিল আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ জয় দিয়ে। ২০২৩-এও আমরা সাক্ষী থেকেছি অনেক খেলার প্রতিযোগিতার, যেগুলোর ফল অনেক সময়েই হয়েছে অপ্রত্যাশিত।
• এশিয়ান গেমসে ১০৭টি পদক যেতে ভারত। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে শেষ করে টিম ইন্ডিয়া।
• শ্রীলঙ্কাকে ফাইনালে ৫০ রানে অলআউট করে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ঘরে তোলে ভারত।
• সারা টুর্নামেন্ট অসাধারণ পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় মেন ইন ব্লু।
• বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
• মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এখানেও অস্ট্রেলিয়া।
• ভারতে আয়োজিত হকি বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারেনি ভারত, ফাইনাল জেতে বেলজিয়াম।
• রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবার আইপিএল জেতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
• আইএসএল এবং ডুরান্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।
• সাফ কাপ জেতে ভারত।
• ইউএফা নেশন্স লীগ জেতে স্পেন, হেরে যায় ক্রোয়েশিয়া।