তৃণমূল সাংসদদের আটক করলো দিল্লি পুলিশ
নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে আর্জি জানাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূলের দাবি ভোটের সময় চার কেন্দ্রীয় সংস্থার প্রধানকে বদল করা হোক।
দশ সদস্যের এই দলে ছিলেন তৃণমূলের সাংসদরা এবং যুব নেতা। ডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরেকে কেন্দ্র নিজের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ এনেছে তৃণমূলের প্রতিনিধি দল। গোটা দেশে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে।
এই পরিস্থিতিতে তৃণমূলের আরও একটি আর্জি জানিয়েছে, ঝড়বিধ্বস্ত উত্তরবঙ্গে এখনই নতুন ঘর তৈরির অনুমতি দেওয়া হোক রাজ্য প্রশাসনকে।কমিশনের দফতরের সামনে এর পর ২৪ ঘণ্টার জন্য ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যেরা। কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ। টেনে হিঁচড়ে একে একে বিক্ষোভরত সাংসদদের বাসে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।