শৃঙ্খলারক্ষায় কড়া বার্তার পরেও বেফাঁস সেই হুমায়ুন
নভেম্বর 27, 2024 < 1 min read
দলের মধ্য়ে কার কোন দায়িত্ব সেটা ঠিক করে দিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জাতীয় কর্মসমিতির মিটিংয়ের পরে এনিয়ে ঘোষণাও করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তারপরেও মঙ্গলবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে ব্যাট ধরলেন হুমায়ুন। তিনি বলেন, কী এমন ঘটনা হল যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দমিয়ে রাখতে হবে? কেন কার স্বার্থে ঘা লাগছে? অভিষেককে কোণঠাসা করার চেষ্টা হলে আমরা মেনে নেব? সেই সঙ্গেই তিনি বলেন, যাঁরা মমতার সঙ্গে অভিষেকের দূরত্ব তৈরির চেষ্টা করছে তাঁরা সফল হবেন না। এদিকে চাপানউতোরের মধ্যেই মুখ খুলেছেন কুণাল ঘোষও।
বলছেন, “এই অবাঞ্ছিত বিতর্ক টেনে আনাকে সমর্থন করি না। উনি নেতা, বিধায়ক, ওনার যদি কোনও বক্তব্য থাকে তাহলে দলের যথাযথ নেতৃত্বের বলার সুযোগ-অধিকার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনও অর্থ হয় না।” যদিও সিপিএম বলছে সবটাই ‘সেটিং’। আগে থেকেই সব ঠিক করা রয়েছে।
তাই এমন বকছেন হুমায়ুন। যদিও হুমায়ুন কবীরের বক্তব্যকে পাত্তা দিলেন না ফিরহাদ। বললেন, ‘আমি এই বিষয়ে কোনও কথা বলব না।’ দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বুধবারই শোকজ করা হয়েছে হুমায়ুনকে। তিনদিনের মধ্যে জবাব দিহি করতে বলা হয়েছে।
6 days ago
6 days ago
6 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -6 days ago
6 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -