NEWSZNOW বাংলা

৪ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজের বিষয়ে সংসদে প্রতিবাদে সরব তৃণমূল-ডিএমকে-বাম

মার্চ 26, 2025 < 1 min read

আবারও একই সঙ্গে বাম-কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বিষয়ে সংসদে প্রতিবাদে সরব তৃণমূল-ডিএমকে-বাম ও কংগ্রেস। ০০ দিনের কাজ প্রকল্প ইস্যুতে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে মনরেগা প্রকল্পের টাকা সময় মত দেয় না কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারকেই দিতে হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কোথাও কোনও বেনিয়ম হয়ে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। তা না করে যেভাবে বছরের পর বছর মানুষের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে তা থেকেই স্পষ্ট, সবটাই কেন্দ্রের চক্রান্ত।”

তৃণমূলের বিক্ষোভের পাশাপাশি সংসদের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সহ কেরালার বিরোধী সাংসদরা সংসদে ১০০ দিনের কাজের ইস্যু সহ কৃষক ঋণ নিয়ে প্রতিবাদ করেন এদিন। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অল্প সময়ের জন্য বিক্ষোভে যোগ দেন এদিন। এদিন এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ” ১০০ দিনের কাজের আইনের নীতি অনুসারে, যদি কাজের মজুরি ১৫ দিনের বেশি বিলম্বিত হয়, তাহলে তাদের সুদের আইন থাকা উচিত। দুর্ভাগ্যবশত, কেরালার সমস্ত অঞ্চলে ১০০ দিনের কাজের কর্মীরা তাদের বেতন পান না। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে কোনও সুনির্দিষ্ট উত্তরও পাওয়া যায়নি। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি শেষ করার চেষ্টা করছে”।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ভুতুড়ে ভোটার: সংসদের বাইরে মিছিল তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

আজ সংসদে ওয়াকফ বিল

FacebookWhatsAppEmailShare

অক্সফোর্ডে স্বতঃস্ফূর্ত মমতা; রামবাম চক্রান্তকে নস্যাৎ করলেন সংযতভাবে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...