উপনির্বাচনের কারণে আটকে উন্নয়ন, সমাধানের জন্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ তৃণমূল প্রতিনিধিরা
আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। উপনির্বাচনের কারণে থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কী করা উচিত তা জানতে চেয়েই এমন পদক্ষেপ বাংলার শাসক দলের। জানা গিয়েছে, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে এসে পেট্রাপোলে চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী দ্বারের যে উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে তাঁকে শো-কজ় করার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দ্বারস্থ হয়েছিল তৃণমূল।
তাদের বক্তব্য ছিল, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়ায় ভোট রয়েছে, অথচ সেই জেলাতেই শাহ সরকারি কর্মসূচি করেছিলেন এবং রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। সূত্রের খবর, এই সব প্রসঙ্গই তৃণমূলের সংসদীয় দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে তুলতে চায়।আগামী ১৩ নভেম্বর, বুধবার রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যে রয়েছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, সিতাই, মাদারিহাট, তালড্যাংরা। উপনির্বাচনের কারণে এসব এলাকার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হয়েছে। এমনকী কোনও সরকারি প্রকল্পের অর্থও বণ্টন করা যাচ্ছে না।২৩ নভেম্বর ফলপ্রকাশের পর নতুন বিধায়করা শপথ না নিলে কোনও কাজই শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। সে বিষয়ে কী পদক্ষেপ করা যায় তা জানতেই কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল। দলের তরফে আরও জানানো হয়েছে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি দল।