কলকাতা বিভাগে ফিরে যান

বাংলায় আজও বৃষ্টির পূর্বাভাস

মে 27, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: আনন্দবাজার

সকাল থেকেই কলকাতার আকাশে চলছে রোদ আর মেঘের লুকোচুরি। বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আগামী এক, দু’ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশ ঢেকেছে কালো মেঘে।

আজ দক্ষিণবঙ্গের সব জেলার বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
জেলাগুলি হলো – উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

গত কয়েকদিনের তুলনায় শনিবার ও রবিবার বৃষ্টি অনেকটাই কমবে।

বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলো ও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare