বাংলা বিভাগে ফিরে যান

গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়

জুন 3, 2024 | < 1 min read

The counting of votes in progress, at a Counting Centre of General Election-2014, at Yousufguda stadium, in Hyderabad on May 16, 2014.

তিন বলয়ের নিরাপত্তা থাকবে গণনাকেন্দ্রগুলিতে। ভোট গণনার সময় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য তৈরি থাকবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটের ফল ঘোষণার পর যাতে শহরে কোনও সংঘর্ষ বা হিংসা না হয়, তার জন্য একেকটি ডিভিশনে তৈরি ৫০ জনের বিশেষ পুলিশ বাহিনী।

এছাড়াও অন্তত ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তৈরি থাকছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায়। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলবে।রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকবেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনাকর্মী।গণনার দিন প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে বলে খবর। শেষে হবে ইভিএম গণনা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare