NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

পথকুকুর খাওয়ানোর ক্ষেত্রে এ বার মানতেই হবে একাধিক নিয়ম

নভেম্বর 28, 2024 < 1 min read

পথ কুকুরদের আর যত্রতত্র খাওয়ানো নয়। নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পুরসভাকে প্রস্তাব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সেই নির্দেশ মতোই বুধবার রাজ্যের তরফে গাইডলাইন প্রকাশ করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।রাজ্যের দেওয়া বিজ্ঞপ্তি অনুয়ায়ী, পথ কুকুরদের এবার থেকে যত্রতত্র আর খাবার দেওয়া বা খাওয়ানো যাবে না। পুর এলাকায় পুরসভা নির্দিষ্ট জায়গাতেই খাবার দিতে যাবে। মিষ্টি, স্ন্যাকস, চকলেট জাতীয় খাবারও দেওয়া যাবে না।

একই সঙ্গে, সকাল ৭টার আগে এবং সন্ধ্যা সাতটা থেকে ন’টার মধ্যে খাবার দেওয়া যাবে। পেঁয়াজ, রসুন দেওয়া খাবার বা অ্যালকোহল দেওয়া যাবে না বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।প্রসঙ্গত, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, সব পথকুকুরদের সুরক্ষায় এসওপি তৈরি করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত পাঠানো হবে সংশ্লিষ্ট সেই এসওপি।

পথকুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ সব এলাকায় নির্দিষ্ট খাবার জায়গা চিহ্নিত করবে। যারা পথকুকুর দের খাবার দেবে তাদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে । নির্দিষ্ট জায়গার বাইরে খাবার না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। যারা খাবার দেবে, তাঁদের কেউ বাধা দেওয়া বা হেনস্তা করতে পারবে না।আগামী ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। মূলত এই এসওপি নিয়ে বিভিন্ন পুরসভা কী পদক্ষেপ করছে তার উল্লেখ থাকবে ওই রিপোর্টে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

আদানি কাণ্ডে সংসদ সচল রেখেই প্রতিবাদে তৃণমূল

FacebookWhatsAppEmailShare

হাওড়া স্টেশনে বাড়ছে প্লাটফর্মের সংখ্যা

FacebookWhatsAppEmailShare

শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...