দেশ বিভাগে ফিরে যান

এ বার আইপিএলের ধাঁচে লেজেন্ডস লিগ

আগস্ট 14, 2024 | < 1 min read

আইপিএলের ধাঁচে এবার লেজেন্ডদের জন্য টি-২০ লিগ চালু করতে পারে বিসিসিআই। বোর্ডের অন্দরে ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে সংক্ষিপ্ত একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারে ভারতীয় বোর্ড।ভারতের কয়েকজন প্রাক্তন ক্রিকেটারই সেই প্রস্তাব রেখেছেন বোর্ড সচিব জয় শাহর কাছে।প্রাক্তনীদের এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে বোর্ড।

একটি হিন্দি দৈনিকের দাবি অনুযায়ী, আগামী বছরের প্রথমদিকেই এই ভাবনা চূড়ান্ত রূপ পেতে পারে।প্রস্তাবিত এই লিগে ভারতের পাশাপাশি বিশ্বের তারকারাও খেলতে পারেন। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, ক্রিস গেইল এবি ডি ভিলিয়ার্সরা খেলতে পারেন সেই লিগে। দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

গোটা চারেক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল নিয়ে লিগের আয়োজন করা হতে পারে। যাঁরা একটি বা দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাঁরা এই সিরিজে খেলতে পারবেন না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare