ভ্রমণ বিভাগে ফিরে যান

বর্ষায় ঘুরে আসুন উত্তরবঙ্গের এই নিরিবিলি- সুন্দর জায়গায়

জুন 30, 2022 | < 1 min read

ভ্রমণপিপাসুরা বর্ষায় নিরাশ হবেন না। ঘুরে আসুন উত্তরবঙ্গের ডুয়ার্সের মূর্তি।

বর্ষাকালে সবুজে ঘেরা উত্তরবঙ্গ যেন আরও মোহময়ী ও রূপবতী হয়ে ওঠে। এনজেপিতে নেমে গাড়ি ভাড়া করে সোজা চলে যান মূর্তি, বাগডোগরা বিমানবন্দর থেকেও গাড়ি ভাড়া করে যেতে পারেন, দূরত্ব প্রায় ৮০ কিমি।


একেবারে নিরিবিলি নিরালায় কাটিয়ে আসতে পারেন দিন দুয়েক। মূর্তি নদীতে এখনও সেভাবে জল বাড়েনি, নদীর তিরতিরে জলে পা ডুবিয়ে বসলেই মন ভালো হয়ে যাবে।
কাছেই গরুমারা আর চাপরামারির জঙ্গল, তবে তা বর্ষার দিনে বন্ধ থাকে।


দুপাশে জঙ্গল, মাঝখানে পিচঢালা রাস্তা আর ওপরে সবুজের ছাউনি। সন্ধ্যে হলে নিঝুম চারপাশ। শুনতে পাবেন নদীর জলের শব্দ। রিসর্টের বারান্দা থেকে বৃষ্টিস্নাত ডুয়ার্স দেখার অনুভুতিই অন্যরকম। এখানে বাংলা সরকারের নিজস্ব লজ রয়েছে। থাকার জন্য় বুক করতে পারেন। এছাড়া সুইমিং পুল সহ একাধিক বিলাসবহুল হোটেলও আছে। গত মাসে মূর্তি পর্যটনকেন্দ্রে পর্যটক সহায়তা কেন্দ্রও চালু হয়েছে। ঘুরতে গিয়ে কোনও সমস্যা হলে এই সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare