কড়া নিরাপত্তার মধ্যে বাংলায় শুরু তৃতীয় দফার লোকসভা নির্বাচন
আজ বাংলার চার লোকসভা আসনে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে আজ ভোটগ্রহণ। ২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তর আসনটি জিতেছিল বিজেপি,মালদা দক্ষিণ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস আর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস।
এবারে কে কোন আসন ধরে রাখতে পারে বা ছিনিয়ে নিতে পারে, সেদিকে নজর সবার। ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা পরে পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রের ১৭% ভোট পড়েছে বলে জানাল জেলা নির্বাচন কমিশন। জঙ্গিপুরে ভোট পড়ল ১৬.৯৫ শতাংশ। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটদানের হার ১৫ ও ১৬ শতাংশ।
জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির বচসা ও হাতাহাতি হয়। প্রার্থী নিজের বুথে ভোট দিতে এলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ঝামেলা, পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।