পরিবহণ বিভাগে ফিরে যান

শিয়ালদহে বন্ধ ট্রেন চলাচল

এপ্রিল 6, 2023 | < 1 min read

আগামী ৮ মার্চ শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শনিবার রাতে বাতিল করা হয়েছে: একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল।

রবিবার সকালে বাতিল: তিন জোড়া রানাঘাট লোকাল ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে।

দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শিয়ালদহমুখী পদাতিক এবং অজমের এক্সপ্রেস শনিবার কলকাতা টার্মিনাল থেকে ছাড়বে। এছাড়া, এই দু’দিনের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ রওনা হবে।

এছাড়াও, শিয়ালদহ থেকে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে।রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোয় কলকাতা মেট্রোয় রেকর্ড ভিড়
FacebookWhatsAppEmailShare
শারদীয়া উপলক্ষে রেলের মেনুতে থাকছে বড় চমক
FacebookWhatsAppEmailShare
কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম? জানাল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare