অমিতাভ ও রাম মন্দিরকে জড়িয়ে মিথ্যা প্রচার কমিটির
রাম জন্মভূমির ইতিহাস ও মন্দির নির্মাণের কাহিনী নিয়ে তৈরী হবে সিনেমা, শুক্রবার (২৫ নভেম্বর) একথা জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট।
একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে আছেন লেখক তথা ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী, চলচ্চিত্র পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, লেখক যতীন্দ্র মিশ্র এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সচিব সচিদানন্দ জোশী। সূত্রের খবর, ফিল্মটি সরকারি চ্যানেল দূরদর্শনে সম্প্রচার করা হতে পারে।
তবে, রাম মন্দির নির্মাণ কমিটি আজ হঠাৎ জানায় যে প্রবাদপ্রতিম বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তাদের অনুরোধ করেছেন শ্রীরাম জন্মভূমির ওপর নির্মিত সিনেমায় ভাষ্যপাঠ করার জন্য।
অথচ সূত্রের খবর, বিগ বি এই সম্মন্ধে অবগতই নন। ‘জলসা’-র এক নিকটস্থ ব্যক্তির মতে অমিতাভের সঙ্গে এই বিষয়ে কোনো কথাই হয়নি কমিটির।