কলকাতা বিভাগে ফিরে যান

রথে যানজটের আশঙ্কা মহানগরীতে

জুন 20, 2023 | < 1 min read

undefined
Image – PTI

কলকাতার গুরুসদয় রোডের ইসকন মন্দির থেকে আজ রথ বেরোবে, এর জেরে দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। দুপুর ১ টায় পথে নেমেছে রথ। মুখ্যমন্ত্রী থাকবেন হাঙ্গারফোর্ড স্ট্রিটে।

প্রতিবারই ইসকনের রথ দেখতে দেশি-বিদেশি ভক্তদের নিয়ে কয়েক লক্ষ মানুষের ভিড় হয় কলকাতার রথে। ভিড়ের নিরিখে পুরীর পরে কলকাতার ইসকনের রথই দুনিয়ার সব থেকে বড় রথযাত্রা।

সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে শরৎ বসু রোড ধরে যাবে ইস্কনের রথ। হাজরা হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে এক্সাইড মোড় পেরিয়ে তা যাবে পার্ক স্ট্রিট মোড়ের দিকে। উট্রাম রোড হয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ব্রিগেড প্যারেড মাঠে গিয়েই থামবে। আগামী ২৮ জুন অন্য একটি রুটে উল্টোরথ যাত্রার পরে বিগ্রহ আবার ফিরে আসবে অ্যালবার্ট রোডে ইস্কনের মন্দিরে। রথ উপলক্ষে ২০-২৮ জুন নানা অনুষ্ঠান ও নামগানেরও আয়োজন করেছেন ইসকন কর্তৃপক্ষ।

কলকাতায় বসবাসকারী ওড়িয়া জনসংখ্যার একাংশও খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে রথ বের করবেন। বেলা দেড়টা নাগাদ এই রথ বেরিয়ে যাবে ভবানীপুরে নর্দার্ন পার্কের দিকে।

ইসকনের রথের নানা আচার-অনুষ্ঠান তথা জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথারোহণ (পাহুন্ডি বিজে) এ দিন সকাল ৮টা থেকে শুরু হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare