বাংলা বিভাগে ফিরে যান

বিধানসভার শীতকালীন অধিবেশন ২৫ নভেম্বর? আলোচনায় অপরাজিত বিল-সহ একাধিক বিষয়

নভেম্বর 4, 2024 | < 1 min read

সূত্রের খবর, যা ঠিক হয়েছে তাতে জানা যাচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশনে শুরু হতে চলেছে। যেখানে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা আর রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনবে রাজ্য সরকার। সেই সঙ্গে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। প্রসঙ্গত, রবিবার শহরে এসে অমিত শাহ বলেছিলেন বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা একশো দিনের কাজের পাই পয়সার হিসাব দেব।

তারমধ্যে এ প্রস্তাবই নিঃসন্দেহে যে বিশেষ তাৎপর্যপূরণ তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আবাস যোজনার সমীক্ষা ঘিরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরে সেই সমীক্ষা থেকে উঠে আসা রিপোর্ট তা পুনরায় মূল্যায়ন নির্দেশও দিয়েছে নবান্ন। এহেন আবহের মধ্যেই সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা এবার বিধানসভার খাতাতেও তুলে রাখতে চাইছে রাজ্যের শাসক দল।রজি কর আন্দোলনের পর এটাই হতে চলেছে প্রথম বিধানসভার পূর্ণাঙ্গ অনুষ্ঠান।

আগেই ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকদের ফাঁসি দিতে অপরাজিত বিল পাশ করা হয়েছে বিধানসভায়। কিন্তু সেই বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এখনও সই হয়ে আসেনি। এবার শীতকালীন অধিবেশনে সেই নিয়ে আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। সবমিলিয়ে শীতকালীন বিধানসভা অধিবেশনও শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তাল হতে পারে। কারণ এবারও আবাস যোজনা, ১০০ দিনের কাজ প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। তবে শাসক – বিরোধী এখন স্পষ্ট করেনি কী কী নিয়ে আলোচনা হতে পারে বিধানসভার অধিবেশনে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare
রেশনে চাল-গম দিতে সরকারের কত টাকা খরচ হচ্ছে, এবার থেকে লেখা থাকবে গ্রাহকদের স্লিপে
FacebookWhatsAppEmailShare