কলকাতা বিভাগে ফিরে যান

উপকূলের আরও কাছে এলো ডানা,আতঙ্কের আবহে বাংলা

অক্টোবর 24, 2024 | < 1 min read

‘ডানা’ অতি গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পরিণত হল ঘূর্ণিঝড়ে। স্থলভাগের দিকে যত এগিয়ে আসছে, তত ঝড়ের বেগ বাড়ছে ক্রমেই। বর্তমানে ওড়িশা ও বাংলা থেকে কতদূরে ঘূর্ণিঝড় ‘ডানা’র অবস্থান? বৃহস্পতিবার সকাল থেকেই ওডিশার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। বেলা যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দুর্যোগ। মৌসম ভবন জানিয়েছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ছাড়াও ‘দানা’র তাণ্ডব চলবে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, বিহার এবং তামিলনাড়ুতে।

ইতিমধ্যেই বিহারের ১২ জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। সেই ১২ জেলার মধ্যে রয়েছে ভাগলপুর, বাঁকা, জামুই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, জেহানাবাদ, লখিসরাই, নওয়াদা, গয়া, কটিহার, পুর্ণিয়া এবং কিসানগঞ্জ। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।সবকিছু ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। পরিস্থিতি সামলাতে তৎপর প্রশাসন। বৃষ্টিতে ভেসে যাচ্ছে পুরী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার, বাংলার সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর পাঁচটার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র
FacebookWhatsAppEmailShare
ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র
FacebookWhatsAppEmailShare
বিল্ডিং প্ল্যান অনুমোদনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, জানুয়ারি থেকেই কড়া নিয়ম
FacebookWhatsAppEmailShare