তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’!
ডিসেম্বর 21, 2024 < 1 min read
পুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহুরূপী। বক্স অফিসের সাফল্যে পুজোয় রিলিজ হওয়া বাকি সিনেমাগুলিকে আগেই টেক্কা দিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি। এবার ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র শিরোপা পেল বহুরূপী। ব্লকবাস্টার ‘বহুরূপী’ ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হয়েছে, এর পরে রয়েছে ‘প্রধান’ এবং ‘টেক্কা’।
এখন বহুরূপী সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হয়ে উঠেছে।কেটেছে ১০ সপ্তাহ। তারপরেও বক্স অফিসে একের পর এক ঝোড়ো ইনিংস ‘বহুরূপী’র। এখনও ছবির প্রচুর শো প্রায় হাউসফুল। প্রশংসা পেয়েছে মিউজিক অ্যালবামের জন্যও। এই সাফল্যে আপ্লুত ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু ‘বহুরূপী’ নয়, এই সাফল্যকে তাঁরা বাংলা সিনেমার জয় হিসেবেও দেখছেন।বাংলা ছবির ‘খারাপ সময়’-এ দাঁড়িয়ে মুক্তির ৬৮তম দিনে ছবিটি ১৭.২৫ কোটি আয় করেছে এবং এখনও থিয়েটারগুলিতে প্রথমের মতোই দর্শকের ভিড় জমে আছে।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago