৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি
নভেম্বর 16, 2024 < 1 min read
৪৮তম কলকাতা বইমেলা ২০২৫ এর লোগো উদ্বোধন হল। এবারের থিম জার্মান। ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। ১,০৫০টি স্টলের মধ্যে নেই বাংলাদেশ। বাঙালি মনন এবং উৎকর্ষের স্মারক বইমেলা। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আসন্ন বইমেলা।গিন্ডের দাবি অনুযায়ী, ২০২৪ কলকাতা বইমেলায় ২৩ কোটির বই বিক্রি হয়েছে। বইমেলা প্রাঙ্গণের পরিসর সীমাবদ্ধ। কিন্তু এবছর প্রকাশকদের আবেদনের পরও স্টলের সংখ্যা বাড়ানো দেওয়া সম্ভব হয়নি। ২০২৫ বইমেলায় স্টলের সংখ্যা ১,০৫০।
এবছরের বইমেলায় দেশের দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা। তবে এবারে নেই বাংলাদেশের স্টল। আন্তর্জাতিক সমস্যার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কে ছেদের ছবিই কি তুলে ধরল আসন্ন কলকাতা বইমেলা? ২০২৫ এর লোগো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির প্রতিনিধি। শিক্ষা এবং কর্মক্ষেত্রে ভারতীয়দের যোগদান বাড়ছে জার্মানিতে।
কলকাতা বইমেলায় এই প্রথম থিম জার্মান। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানান, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নে গুরুত্ব পাবে। স্থপতি অনুপমা কুণ্ডু জার্মান প্যাভিলিয়নটি সাজাবেন। ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি এর আগে কখনও অংশগ্রহণ করেনি। এবার সেই অপেক্ষার অবসান হল।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...