বাংলা বিভাগে ফিরে যান

ডেঙ্গি মোকাবিলায় সব জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্য সরকারের

জুন 28, 2024 | < 1 min read

বর্ষার মরশুম শুরু হতেই ফের একবার ডেঙ্গি নিয়ে চূড়ান্ত সতর্কতা বজায় রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি প্রতিরোধে একাধিক নির্দেশ দেন মুখ্যসচিব। বর্ষায় জল জমা আটকানো নিশ্চিত করতে বলা হয়েছে।

পাশাপাশি, নিকাশি ব্যবস্থা ও জঞ্জাল সাফাইয়ের উপরে জোর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১০০-এর বেশি। রাজ্যের ১৬টি জেলায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে মালদহ।

গ্রাম ও শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশানিধন এবং সতর্কতা প্রচারের কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।গত বছরের পরিস্থিতি বিচার করে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলাকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
কমে গেল সিনেমাহলে বাংলা ছবি দেখানোর খরচ
FacebookWhatsAppEmailShare