বাংলা বিভাগে ফিরে যান

জামাই ষষ্ঠী পালনের নিয়ম

জুন 11, 2024 | < 1 min read

ষষ্ঠী পুজোর দিনে শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধবস্ত্র পরে পুজোর আয়োজন করে। জল ভরতি ঘটের ওপর আম পাতা রাখা হয়, সঙ্গে রাখা হয় তালপাতার পাখা। ১০৮টি দূর্বা এক সঙ্গে বেঁধে রাখতে হয়। এর পর করমচা-সহ ৫-৯ ধরণের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়।

এর পর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাঁর কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। দূর্বার আঁটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে জামাইকে হাওয়া করা হয়। জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে।জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শ্বাশুড়ি ষাট-ষাট-ষাট বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare