বাংলা বিভাগে ফিরে যান

ধর্মের ফারাক ঘুচিয়ে সুভাষ চন্দ্র বসুর বিপ্লবী চেতনা

জানুয়ারি 23, 2024 | < 1 min read

নেতাজি যখন সিঙ্গাপুরে ছিলেন তখন স্বাধীনতার যুদ্ধে লড়াই করবার জন্য আর্থিক সাহায্য করতে আসেন সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যবসায়ী ব্রিজলাল জয়সোয়াল। সেইসময় নেতাজি তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনি সিঙ্গাপুরের ধনীদের মধ্যে অন্যতম। দেশের মাটির মানুষের সাহায্যে আমি সাহায্য করবেন। আপনাদের মতো মানুষরাই তো আদর্শ স্থাপন করবেন। তা দানটা কি আপনি করবেন, নাকি চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে?” জবাবে জয়সওয়াল বলেছিলেন, দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে। তখন নেতাজি তাঁকে বলেছিলেন আজ়াদ হিন্দ ফৌজের অধিনায়ক হিসেবে তিনি কখনই কোনও মন্দিরে যেতে পারেন না। ব্রিজলাল এর কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, সুভাষ চন্দ্র বসু হিন্দু হতে পারেন, কিন্তু, নেতাজি সবসময় ধর্মনিরপেক্ষ। পরে ব্রিজলাল নেতাজির আবেদন মেনে নেতাজির মুসলমান, খ্রীষ্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী সঙ্গীদের সিঙ্গাপুরে চেট্টিয়া মন্দিরে প্রবেশের অনুমতি দেন। সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করে সবাই একসঙ্গে বলে উঠেছিলেন ‘জয় হিন্দ’।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare