ফের প্রত্যাবর্তন ট্রাম্পের
প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে বর্ষীয়ান এই নেতা। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা।
‘প্রিয় বন্ধু’র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন নমো। দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হতে চলা ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপুল জয় বলে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, অনেকে বলে থাকেন যে, ঈশ্বর আমার প্রাণরক্ষা করেছেন একটি বিশেষ উদ্দেশ্য।
আর তা হল দেশকে রক্ষা করার কাজের জন্য। আমার সরকার পরিচালনা একটাই লক্ষ্য থাকবে, তা হল যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করে যাব। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের।
হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৯৪টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৭৬টিতে।