প্রকাশিত হলো এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল
আজ প্রকাশিত হলো এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ, উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০%।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২% বেশি।
বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। বিজ্ঞান বিভাগে- পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৮১০ জন। পাসের হার- ৯৭.১৯ %
প্রথম ১০ জনে ৫৮ জন রয়েছে। প্রথম হয়েছেন অভীক দাস, আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর-৪৯৬ (৯৯.২%)। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ প্রাপ্ত নম্বর-৪৯৩। পূর্ব মেদিনীপুর পাসের হারে প্রথম, এরপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম।