বাংলা বিভাগে ফিরে যান

দাম বাড়লো পাউরুটির

অক্টোবর 31, 2022 | < 1 min read

কয়েক মাস আগেই পাউরুটির (Bread) দাম বৃদ্ধি নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। তবে এবার পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির (West Bengal Bakery Owners Joint Action Committee) পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন থেকে জানানো হল আগামী ২০ নভেম্বর থেকে বাড়তে চলেছে পাউরুটির দাম।

আগামী ২০ নভেম্বর থেকে প্রতি ৪০০ গ্রামে পাউরুটির ক্ষেত্রে ৪ টাকা অতিরিক্ত, ২০০ গ্রামের ক্ষেত্রে ২ টাকা ও ১০০ গ্রামের ক্ষেত্রে ১ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে।

এর আগে শেষ দাম বেড়েছিল চলতি বছরের শুরুতে। প্রতি ৪০০ গ্রামে চার টাকা করে বেড়ে, ওই সময় ২৪ টাকার পাউরুটি ২৮ টাকা হয়েছিল। এবার সেই দাম বেড়ে ৩২ টাকা হয়ে যাচ্ছে। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে সাত টাকা থেকে বেড়ে হচ্ছে সাড়ে ৮ টাকা।

প্রতিনিয়ত বেড়ে চলেছে কাঁচামালের দাম, তার সঙ্গে পেট্রল ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধিও হচ্ছে। এসব কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সপ্তাহভর বৃষ্টি দক্ষিণবঙ্গে
FacebookWhatsAppEmailShare
আমাকে চুপ করাতে গিয়ে বিজেপির ৬৩ জনের মুখ বন্ধ হয়ে গেল, সংসদে ফিরেই ঝাঁজালো আক্রমন মহুয়ার
FacebookWhatsAppEmailShare
রাজ্যে চালু হলো স্তন ক্যান্সারের আধুনিক পরিষেবা
FacebookWhatsAppEmailShare