দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে জেতা আসন ধরে রাখাই চাপ বিজেপির কাছে

মে 17, 2024 | < 1 min read

প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে উত্তরপ্রদেশে। মোদী ঝড়ের কোনও অস্তিত্ব নেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। গত বার বিজেপি প্রার্থীরা ঢেলে দলিত ভোট পেলেও, এ বার তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই প্রাথমিক প্রবণতায় লক্ষ করা যাচ্ছে।

এমনকি যে কেন্দ্রে বিএসপি প্রার্থী নেই, সেখানে সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দিতে দ্বিধা করছেন না দলিতরা।বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলে দলের ফল কেমন হবে, তা নিয়েও বিশেষ উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভাজনের রাজনীতিও এ বারের ভোটে সে ভাবে হাওয়া তুলতে ব্যর্থ।২০১৪ সালে উত্তরপ্রদেশে বিজেপি জিতেছিল ৭১ আসনে। ২০১৯ সালে সেই আসন কমে দাঁড়ায় ৬২তে।

এ যাত্রায় ৮০টি আসনের লক্ষ্য নিয়ে ঝাঁপালেও, আগামী তিনটি পর্বে নতুন করে আসন জিতে ঘাটতি মেটানো দূরে থাক, জেতা আসন ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য বিজেপির।ক্ষমতা দখলের লড়াইয়ে বাকি তিন দফায় পাঁচ বছর আগে দল যে ফল করেছিল, তা ধরে রাখতেই এখন মরিয়া বিজেপি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare