বাংলা বিভাগে ফিরে যান

ভোটের মধ্যে বুথ ফেরত সমীক্ষা নয়, জানালো কমিশন

এপ্রিল 2, 2024 | < 1 min read

Image – Siliguri Times

ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও বুথ ফেরত সমীক্ষা নয়। দেশে প্রথম দফা ভোটের আগে এবার এই নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার কমিশন জানিয়েছে, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত কোনও বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা যাবে না। ১ জুন ভোট শেষ হবে। ওই দিন সন্ধ্যা ছটার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যমগুলি।

এদিন কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই সোশাল মিডিয়ার উপর কড়া নজর রাখা হচ্ছে। এক্ষেত্রে ২৫টি স্পর্শকাতর শব্দকে ব্যবহার করা হবে। যার মাধ্যমে বিভিন্ন সমাজমাধ্যমের উপর নজরদারি চলবে। কোনও ভাবে ভোটারদের প্রভাবিত করা চলবে না। এমন পোস্ট করলেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ১৯ এপ্রিল থেকে। শেষ হবে ১ জুন। ভোট গণনা ৪ জুন। ৪৪ দিনে সাত দফায় হবে ভোট বলে ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare