হাওড়া স্টেশনে বাড়ছে প্লাটফর্মের সংখ্যা
নভেম্বর 28, 2024 < 1 min read
দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম সংখ্যা হাওড়া স্টেশনে। কিন্তু দিন যত গড়াচ্ছে তত বেশি ট্রেনের সংখ্যা বাড়ছে হাওড়া স্টেশনে। যাত্রী সংখ্যাও অঢেল হওয়ায় সমস্ত যাত্রীরা জায়গাও পান না হাওড়া স্টেশন চত্বরে। এই সমস্ত কথাই মাথায় রেখে এবার খুশির খবর দিল রেল কর্তৃপক্ষ।হাওড়া স্টেশনে এতদিন প্লাটফর্ম সংখ্যা ছিল ২৩, তা এবার বেড়ে হতে চলেছে ২৪। যাত্রী সুবিধার্থেই এমন উদ্যোগ বলে জানানও হল রেল সূত্রে।
নতুন স্টেশন গঠনের ফলে যেমন যাত্রী হার ভাগ হতে চলেছে, তেমন ভাবেই রেলের পক্ষ থেকেও সুবিধা বাড়বে।উল্লেখ্য, ১৯০৫ সালে হাওড়া স্টেশন ৬টি প্লাটফর্ম নিয়ে শুরু করেছিল যাত্রা। ১৯৮৪ সালে প্লাটফর্ম সংখ্যা বাড়িয়ে তা করা হয় ৯টি। এরপর ২০০৯ সালে ১৫ থেকে প্লাটফর্মের সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়।নতুন প্লাটফর্ম কবে থেকে চালু হবে এ ব্যাপারে রেলের তরফে স্পষ্ট জানানো হয়নি। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই হাওড়ায় চালু হয়ে যাবে ২৪ নম্বর প্লাটফর্ম।
1 week ago
1 week ago
1 week ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -1 week ago
1 week ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -