ভ্রমণ বিভাগে ফিরে যান

এক সময় এই জমিদারবাড়ি সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ছিল

মে 2, 2023 | < 1 min read

বিভিন্ন বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই জমিদার বাড়িতে।

আজ থেকে প্রায় ১৭০ বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর উদ্যোগে মুর্শিদাবাদের নিমতিতায় নির্মিত হয় এই জমিদার বাড়ি। এই বাড়িতে ছিল পাঁচটি উঠোন এবং প্রায় দেড়শো ঘর।


এক সময় নাটকের আঁতুড়ঘর ছিল এই নিমতিতা রাজবাড়ি, এখানে অভিনয় করেছেন শিশির ভাদুড়ী, নাটক লিখেছেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। বহু বিশিষ্ট মানুষ এখানে আসলেও নিমতিতার এই রাজবাড়ির কথা বহু দিন পর্যন্ত খুব বেশি মানুষ জানতে পারেননি।


বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ সিনেমার মাধ্যমেই নিমতিতা রাজবাড়ি প্রচারের আলোতে আসে। সত্যজিৎ রায় শুধুই যে এখানে ‘জলসাঘর’-এর শুটিং করেছিলেন তা কিন্তু নয়, এর পর ১৯৫৯ সালে ‘দেবী’ এবং তার পর ১৯৬০ সালে ‘সমাপ্তি’ ছবির শুটিংও করেছিলেন এখানে। ২০২২ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ তকমা দেন এই নিমতিতা জমিদারবাড়িকে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare