বাংলা বিভাগে ফিরে যান

বাম রাজনীতির অন্তিম নক্ষত্র পতন

আগস্ট 8, 2024 | < 1 min read

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসুর উত্তরসূরি ছিলেন তিনি।দলীয় রাজনীতির দীর্ঘ যাত্রাপথে সমাবেশে শেষবার দেখা গিয়েছিল ২০১৯-এর লোকসভা ভোটের আগে, বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে।১৯৭৭ সালে বামফ্রন্টের প্রথম মন্ত্রিসভাতেই তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব পেয়েছিলেন বুদ্ধদেব।

১৯৯৬-এ পুলিশ তথা স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাওয়ার আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনও দপ্তর বুদ্ধদেবের হাতে ছিল না। ২০০০ সালে জ্যোতি বসু অবসর নিলে মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধবাবু। ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধবাবু। আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে ছিলেন তিনি। সঙ্গে দলের অন্দরে যে দুর্নীতি প্রবেশ করেছিল তার বিরুদ্ধেও সব সময় মুখর ছিলেন তিনি।প্রশাসক বুদ্ধদেবকে নিয়ে নানা বিতর্ক সত্ত্বেও শুধু বাম কর্মী-সমর্থকদের মধ্যেই নয়, বুদ্ধদেবের জনপ্রিয়তা আমজনতাকেও ছুঁয়ে গিয়েছে বারংবার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare