বাংলা বিভাগে ফিরে যান

জগদম্বিকার ভূমিকায় ক্ষুব্ধ ইন্ডিয়া জোট, কড়া সমালোচনা করলেন ডিএমকে সাংসদ

অক্টোবর 25, 2024 | < 1 min read

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুমুল ঝগড়া চলাকালীন রাগের মাথায় টেবিলে কাচের বোতল ভেঙে আহত হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ। সূত্রের খবর, ওই মিটিংয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করেন বলে অভিযোগ। আপত্তি জানান তৃণমূল সাংসদ কল্যাণ।

দু’জনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। এরপর দেখা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যান্ডেজ করা। অর্থাৎ কেটে যায়। ভাঙা কাচের বোতল পড়ে থাকে।ফলে মাঝপথেই বৈঠক থামাতে হয়। দেখা যায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে বাইরে নিয়ে আসছেন মিম তথা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও। 

কাচের গ্লাস ভেঙে কল্যাণ হাতে এমন চোট পেয়েছেন যে সেলাই করতে হয়েছে।এই ঘটনায় এবার জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা। বিরোধীরাদের বক্তব্য ছিল, ওয়াকফ বিল সংবিধানের পরিপন্থী। তার ফলে একদিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে তেমনই সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষেও ভাল নয়।

এই গোটা ঘটনা নিয়ে এ রাজা আজ বুধবার কড়া সমালোচনা করে বলেন, ‘‌এটা দুর্ভাগ্যজনক যে ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪ জয়েন্ট ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং বৈঠকে যাই হোক না কেন তা বর্ণনা করেছেন।

যদিও তিনি সম্পূর্ণরূপে জানেন যে কার্যপ্রণালী গোপনীয় এবং প্রকাশ করা যায় না।’‌ এ রাজার অভিযোগের প্রেক্ষিতে জগদম্বিকা পালের সাফাই, ‘‌আমি কমিটির কোনও কার্যক্রম বা আলোচনা প্রকাশ করিনি। কমিটির বৈঠকে একজন সদস্যের হিংসার ঘটনা এবং পরবর্তীতে তাঁকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে আমি শুধু একটি বিবৃতি দিয়েছি।’‌

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘বিজেপির সদস্য হলে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা’, বেফাঁস মন্তব্য সুকান্তর
FacebookWhatsAppEmailShare
ভূমিহীনদের বাড়ি করে দিচ্ছে রাজ্য, ২ কাঠা করে জমি পাবেন
FacebookWhatsAppEmailShare
ব্যতিক্রমী সুব্রত
FacebookWhatsAppEmailShare