বাংলা বিভাগে ফিরে যান

কুয়েতের সমান হবে বাংলার অর্থনীতি

আগস্ট 3, 2023 | < 1 min read

Image – Zee News

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার অর্থনীতি হয়ে যাবে কুয়েতের সমান। মহারাষ্ট্র হয়ে যাবে ভিয়েতনাম, আর উত্তরপ্রদেশ হবে নরওয়ে।

কি ভাবছেন? বাংলার বা উত্তরপ্রদেশের গায়ে পাখনা গজিয়ে তারা উড়ে উড়ে চলে যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে? না না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য, যেখানে বলা হয়েছে যে সেই দেশগুলিতে মোট যে অঙ্কের অর্থনীতি বিরাজ করে, তাকে  ছুঁয়ে ফেলবে ভারতের রাজ্যগুলি।

ব্যাঙ্কের রিসার্চ ডেস্ক ‘ইকোওয়ার্প’ ২৭শে জুলাইতে প্রকাশিত তাদের ১৯ নম্বর ইস্যুতে এই কথা জানিয়েছে। তারা মনে করছে, আগামী ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে পারে। সেই সম্ভাবনা প্রবল। সকল টালমাটাল পরিস্থিতি কাটিয়ে উঠে ৬-৭%র বৃদ্ধির হার বজায় রেখেছে ভারত। প্রতি দু’বছরে ভারতের অর্থনীতি ৭৫ হাজার কোটি ডলার বাড়বে।

২০২৭-২৮ আর্থিক বছরে বাংলার জিডিপি পৌঁছবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারে। যা কুয়েতের অর্থনীতির সমান। সবচেয়ে বড় রাজ্য হিসেবে থাকবে মহারাষ্ট্র, যার অর্থনীতি হবে ৬৪ হাজার ৭০০ কোটি – যা দেশের সামগ্রিক অর্থনীতির ১৩%।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare