৮৩র বিশ্বকাপ জয়ের দিনই শপথ কীর্তি আজাদের
আজ, ২৫শে জুন। ১৯৮৩ সালে আজকের দিনেই সকলকে ভুল প্রমাণ করে, দোর্দণ্ডপ্রতাপ ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শালদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ হাতে তোলে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল। রচিত হয় ভারতীয় ক্রিকেট এবং ক্রীড়া ইতিহাসের মুখবন্ধ।
সেই ভারতীয় দলের অন্যতম সদস্য ক্রিকেটার কীর্তি আজাদ বাংলার বর্ধমান-দুর্গাপুর আসন থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। আজই সংসদে তাঁর শপথগ্রহণ।
চতুর্থবার সংসদের নিম্নকক্ষের সদস্য রূপে শপথ নেবেন আজাদ। এই শুভ মুহূর্তে তাঁর পক্ষ থেকে এসেছে একটি ভিডিওবার্তা। আজাদ জানাচ্ছেন যে, ৪১ বছর আগে কপিল দেবের নেতৃত্বে কাপ জয় করেছিল ভারত, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আবারো সাংসদ রূপে শপথ নেবেন তিনি।
আজাদ জানিয়েছেন যে আজ যে সংবিধানের শপথ তিনি নেবেন, তা রক্ষা করার জন্য তিনি লড়বেন এবং নিজের ভূমি, নিজের দেশ এবং বাংলার জন্য তিনি সংসদে লড়বেন।
ভিডিওর শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কপিল দেবকে ধন্যবাদ জানিয়ে “জয় বাংলা” স্লোগান দিয়েছেন আজাদ।