বাংলা বিভাগে ফিরে যান

কমে গেল সিনেমাহলে বাংলা ছবি দেখানোর খরচ

জুলাই 5, 2024 | < 1 min read

ইম্পার তরফ থেকে নেওয়া হল এক দারুণ উদ্য়োগ। দীর্ঘদিনের লড়াইয়ের পর ইম্পার উদ্যোগে বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ এক লাফে প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে দিল ইউফো। যার ফলে বাংলা ছবি প্রদর্শনের ক্ষেত্রে অনেকটাই খরচ কমবে ডিস্ট্রিবিউটার, প্রযোজকদের। হিন্দি-সহ অন্যান্য ভাষার ছবি এই রাজ্যে 7 দিন সিমেনা হলে দেখানোর জন্য খরচ পড়ত সাড়ে ৫ হাজার টাকা ৷ বাংলা ছবির ক্ষেত্রে দিতে হয় ৭ হাজার টাকা। অর্থাৎ, দিনপিছু এক হাজার টাকা।

এবার চার্জ কমানো হয়েছে এক তৃতীয়াংশ ৷সিদ্ধান্ত অনুযায়ী, এ বার প্রতি বাংলা ছবির খরচ দাঁড়াবে সপ্তাহে ২১০০ টাকা। এর উপর থাকবে জিএসটি। নতুন হিসেব অনুযায়ী, প্রতি দিনের খরচ দাঁড়াবে ৩০০ টাকা থেকে বড় জোর ৫০০ টাকা।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মুক্তির অপেক্ষায় ‘পরিচয় গুপ্ত’
FacebookWhatsAppEmailShare
সহিষ্ণুতার পাঠ দিতে স্কুলে অভিভাবকদের কাউন্সেলিং
FacebookWhatsAppEmailShare
রাজ্যপালের নালিশের জের, কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে অ্যাকশনে স্বরাষ্ট্রমন্ত্রক
FacebookWhatsAppEmailShare