বাংলা বিভাগে ফিরে যান

আরজিকর কাণ্ডে পুলিশকে রবিবার পর্যন্ত সময় মুখ্যমন্ত্রীর

আগস্ট 12, 2024 | < 1 min read

আজ সোদপুরে আরজি কর মেডিক্যাল কলেজে নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়েছেন মুখ্যমন্ত্রী । এর আগে ফোনে তার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

আজ পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কি বললেন তিনি –

পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত তারা কুল কিনারা করতে না পারেন তাহলে এই কেস আমরা সিবিআই এর হাতে তুলে দেব। এতে আমাদের কোন লেনাদেনা নেই।

সিবিআই এর সাকসেস রেট খুব কম, ওরা তাপসী মালিক, সিঙ্গুন-নন্দীগ্রাম কেস, রিজওয়ানুর কেস, রবি ঠাকুরের নোবেল চুরি কেসের কোন তদন্ত হয়নি, একটারও বিচার হয়নি।

কলকাতা পুলিশ ও তাদের তদন্ত প্রক্রিয়া বিশ্বের মধ্যে অন্যতম তা সত্ত্বেও মানুষের স্যাটিসফ্যাক্সনের জন্য আমরা এই কেস সিবিআইকে দেব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare