বাংলা বিভাগে ফিরে যান

কয়লা সঙ্কটের দায় চাপাতে রাজ্যকে বকেয়া মেটানোর আর্জি কেন্দ্রের

অক্টোবর 17, 2021 | < 1 min read

তীব্র কয়লা-সঙ্কট থেকে নজর ঘোরাতে, জ্বালানি খাতে বকেয়া অর্থ মেটাতে বলে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র। কয়েক দিন আগে রাজ্যকে চিঠি দিয়ে প্রায় দু’হাজার কোটি টাকার বকেয়া মেটাতে অনুরোধ করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় বিদ্যুৎসচিব জানিয়েছেন, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের কাছে ৩১ জুলাই পর্যন্ত ২১৮২ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই অর্থ সময়মতো না-মেটালে কয়লার জোগানে সমস্যা হতে পারে।

তবে প্রশাসনিক সূত্রে খবর, সাম্প্রতিক অতীতে কয়লা কেনার পরে সময় ও নিয়ম মেনে মাসিক কিস্তির পুরো টাকাই মিটিয়ে দেওয়া হচ্ছে। আগের বকেয়া টাকাও অন্যান্য রাজ্যের মতো প্রচলিত নিয়ম মেনেই মেটানো হচ্ছে।

জানা গেছে, রাজ্য সরকার এখন নিজস্ব পাঁচটি খনি থেকেই প্রায় ৭০ শতাংশ কয়লার চাহিদা মেটায়। বাকিটা নেয় কোল ইন্ডিয়া থেকে। এতে মাসে রাজ্যের খরচ হয় ২০০ কোটি টাকার কিছু বেশি। সেই টাকা ৬০ দিন পরে মেটাতে হয় রাজ্যকে। কয়েক বছর ধরে সেই টাকার কিছুই বকেয়া রাখা হয়নি বলে প্রশাসনিক সূত্রের দাবি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সঙ্কটের দায় রাজ্যগুলোর ঘারে চাপানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare