বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর খরচও রাজ্যকে দেয়নি কেন্দ্র

মার্চ 23, 2024 | < 1 min read

আগামী লোকসভা নির্বাচন করাতে দেশের সব রাজ্যের তুলনায় সর্বাধিক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আসা কেন্দ্রীয় বাহিনী বাবদ টাকা এখনো বাংলাকে দেয়নি কেন্দ্রীয় বিজেপি সরকার।

পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল, যার জন্য খরচ হয়েছিল ১৩৫ কোটি টাকা। সেই টাকা এখনও রাজ্যকে পাঠায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।

পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য প্রশ্ন তোলায়, হাইকোর্ট কেন্দ্রের কাছে অতিরিক্ত বাহিনীর খরচ বহনে রাজি কিনা, এবং কেন্দ্র তাতে হ্যাঁ জানায়।

পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন পরে কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচের হিসেব কেন্দ্রকে পাঠিয়ে দেয় বাংলা। কিন্তু ৮ মাস কেটে গেলেও এখনো বাংলাকে বঞ্চিত করে চলেছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare