কর্মসংস্থানের কোনও দিশা দেখাতে পারল না বাজেট
বছরে দু’কোটি কাজ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের লোকসভা ভোটের মুখে সেই কাজই এখন তাঁর অন্যতম মাথাব্যথার কারণ। বিরোধীদের অভিযোগ,বেকারত্ব বেড়েছে বিপুল। কিছু দিন আগে খোদ সরকারি সমীক্ষাতেই উঠে এসেছিল, ২০২২-এর জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে প্রায় ১৩ জন কর্মহীন। প্রভিডেন্ট ফান্ড সংস্থার (ইপিএফও) মতো সরকারি সংস্থার পরিসংখ্যানে বলা হয়েছে, নভেম্বরে সেখানে গ্রাহক নথিভুক্তি কমেছে। অক্টোবরে ১৫.২৯ লক্ষ মানুষ তাতে যোগ দিলেও নভেম্বরে দিয়েছেন ১৩.৯৫ লক্ষ। অথচ এই পরিসংখ্যানকে সংগঠিত ক্ষেত্রের কর্মসংস্থানের অন্যতম মাপকাঠি বলে দাবি করে সরকার। ‘ডেলিভারি বয়’ বা ‘ক্যাব চালক’-এর মতো অস্থায়ী কাজের সংখ্যা বেড়েছে। কিন্তু সামাজিক সুরক্ষা-সহ স্থায়ী চাকরির হার কমেছে।এই পরিস্থিতিতে একাংশের দাবি, কর্মসংস্থানের কোনও দিশা দেখাতে পারল না এই বাজেট।