দেশ বিভাগে ফিরে যান

স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক ছাড়তে নারাজ বিজেপি

জুন 8, 2024 | < 1 min read

নিঃশর্ত সমর্থনের কথা বলেও বিজেপির সঙ্গে দর কষাকষি চালিয়ে যেতে দ্বিধা করছে না এনডিএ-র শরিক দলগুলি। শরিক দলের পক্ষে দাবি উঠেছে, ছেড়ে দিতে হবে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক এর মধ্যে যে কোনও একটি মন্ত্রক।

যদিও সেই দাবি খারিজ করে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ওই চারটি মন্ত্রক ছাড়ার কোনও প্রশ্নই নেই। ইতিমধ্যেই অগ্নিবীর, অভিন্ন দেওয়ানি বিধি ও জাতিভিত্তিক জনগণনার দাবি উঠলেও অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানাবে।

নতুন সাংসদদের স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের গুরুদায়িত্ব দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। তবে পূর্ণমন্ত্রী না হলেও স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ শরিক দলকে ছাড়তে সমস্যা নেই বিজেপির।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare