দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশেও বিজেপির চিন্তা বাঙালি ভোটব্যাঙ্ক

মার্চ 8, 2022 | < 1 min read

মাত্র দশ মাস আগে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের বাঙালিরা প্রত্যাখ্যান করেছে তাদের। পুরভোটেও ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। সেই ক্ষতে এখনও প্রলেপ লাগেনি। কাল ছিলো বারাণসীর বাঙালিদের কাছে তাদের অগ্নিপরীক্ষা দেওয়ার পালা। কাশীর বাঙালি পাড়ায় গিয়ে তাদের বলতে হয়েছে, বিজেপি কোনও ভাবেই বাঙালি-বিরোধী নয়, বরং অনেকের থেকে বেশি বাঙালিদরদি।

পশ্চিমবঙ্গের বাঙালিরা কেন তাদের ভুল বুঝেছিল, সেই ব্যাখ্যাও তাদের দিতে হয়েছে নিয়ম করে। এই পরীক্ষায় ফেল হলে বারাণসীর ৩৯০ ক্যান্টনমেন্ট কেন্দ্রটি গেরুয়া শিবিরের হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা। বারাণসীর বাঙালিটোলার মন জয়ে গত এক মাসে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা দফায় দফায় উড়িয়ে আনা হয়েছে। তবে, কাশীর এক বাঙালি ভোটারের কথায়, ভোট এলেই বিজেপির বাঙালির কথা মনে পড়ে।

বাংলাতেও যা হয়েছে, কাশীতেও তাই হচ্ছে। কাশী করিডরের নামে ওরা প্রচুর বাঙালির বাড়িও ভেঙেছে।’ অতএব, বারাণসী যতই প্রধানমন্ত্রীর কেন্দ্র হোক না কেন, এই কেন্দ্রের ফলাফল নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিজেপি নেতৃত্বের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare