দেশ বিভাগে ফিরে যান

মোদীর জমানায় মধ্যবিত্তের মাথাপিছু ঋণ বেড়েছে ২.৫গুণ

ফেব্রুয়ারি 25, 2022 | < 1 min read

২০১৪-১৫ আর্থিক বছরে, অর্থাৎ মনমোহন সিং সরকারের আমলের শেষ এবং মোদি জমানার শুরুতে প্রত্যেক ভারতবাসীর গড় মাথাপিছু ঋণের বোঝা ছিল ৪৬ হাজার ৬৯৭ টাকা। সেই অঙ্কই এখন পৌঁছে গেছে এক লক্ষ টাকায়।বাজেটে পেশ করা সরকারি নথি অনুযায়ী সঠিক অঙ্কটি হল, ৯৯ হাজার ৯১৩ টাকা। সরকারি হিসেব অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে জনপ্রতি অঙ্কটা পৌঁছবে ১ লক্ষ ১১ হাজার ৮৯৮ টাকায়।


কেন্দ্রীয় সরকারের ওপর ঋণের বোঝা চলতি আর্থিক বর্ষে ১৩৫ লক্ষ ৮৮ হাজার ১৯৩ কোটি টাকা। আর আগামী বছর মার্চ মাসে তা বেড়ে হবে ১৫২ লক্ষ ১৮ হাজার ২১০ কোটি টাকা। অথচ এই সরকারেরই নতুন টার্গেট ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি। ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকার আশা বহুদিনই ছেড়ে দিয়েছেন ভারতবাসী। এবার দুবেলা দুমুঠো অন্ন জুটবে কিনা, তাই নিয়ে মাথায় হাত সাধারণ মানুষের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare