২০২৩ সালের বিশ্বকাপ নয়টি ভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে
এই প্যানেলে রয়েছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, কে শ্রীকান্ত, হর্ষা ভোগলে, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, হরভজন সিং, পীযূষ চাওলা,সঞ্জয় মাঞ্জরেকর,দীনেশ কার্তিক,মহম্মদ কাইফ,অঞ্জুম চোপড়া,মিতালি রাজ, দীপ দাশগুপ্ত, এস শ্রীসন্থ,এমএসকে প্রসাদ, সন্দীপ পাতিল,সুনীল জোশী,সঞ্জয় বাঙ্গার, এ ঝুনঝুনওয়ালা, অশোক দিন্দা,মনন দেশাই, আকাশ ত্রিবেদী,দীপ বৈদ্য, নয়ন মঙ্গিয়া,টিনু ইয়োহানন, রাইফি গোমেজ,এস বদ্রীনাথ, মুরালি বিজয়, ইয়োমহেশ বিজয়কুমার, রাসেল আর্নল্ড, হেমাং বাদানি, এস রমেশ, আরজে বালাজি,ভেনুগোপাল রাও,টি সুমন, আশিস রেড্ডি,কল্যাণ কৃষ্ণ, বিনয় কুমার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, বিজয় ভরদ্বাজ,ভরত চিপলি, পবন দেশপান্ডে, অখিল বালাচন্দ্র,অমল মুজুমদার, লালচাঁদ রাজপুত, প্রবীণ তাম্বে,শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেডেন,রিকি পন্টিং, ইয়ন মরগান, ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, শেন বন্ড,শন পোলক,কেভিন পিটারসেন,ফাফ ডু প্লেসিস,ইমরান তাহির,মার্ক নিকোলাস, ইয়ান বিশপ, এমপুমেলো এমবাংওয়া,সাইমন ডুল, নাসের হুসেন, রমিজ রাজা, মাইকেল আথারটন, ডার্ক ন্যানেস,লিসা স্ট্যালেকার,নাসের হুসেইন, ইয়ান স্মিথ,মাইকেল আর্থারটন,স্যামুয়েল বদ্রি,কাস নাইডো, মার্ক নিকোলস,নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড, ইয়ান ওয়ার্ড,আতহার আলি খান