আড়াই দশক পর অ-গান্ধী সভাপতি পেলো কংগ্রেস
অক্টোবর 19, 2022 < 1 min read
কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আজ ‘অধিনায়ক’ হিসেবে বেছে নেওয়া হল বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge)। নির্বাচন হয়েছিল গত ১৭ অক্টোবর।
মোট ভোট পড়েছিল ৯৩৮৫টি, তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯৭ ভোট। শশী থারুরের ঝুলিতে মাত্র ১০৭২টি ভোট। বাতিল হয়েছে ৪১৬টি ভোট।
সকাল ১০ টায় শুরু হয় ভোট গণনা। মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছিল কংগ্রেস।
১৩০ বছরের দীর্ঘ ইতিহাসে কংগ্রেসে আজ পর্যন্ত ৪০ জন সভাপতি হয়েছেন। খাড়গে দলের সভাপতি নির্বাচিত হলে, তিনি দ্বিতীয় দলিত নেতা হবেন যিনি এই পদে বসবেন।
এর আগে ২০০০ সালে শেষবার যখন নির্বাচন হয়েছিল তখন জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে সভাপতি হয়েছিলেন সনিয়া গান্ধী। এরপর থেকে পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস সভাপতি থেকেছেন কোনও এক গান্ধী। ২৪ বছর পর আবার অ -গান্ধী সভাপতি পেলো কংগ্রেস।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...