বাংলা বিভাগে ফিরে যান

রবিবার শিয়ালদহ ডিভিশনে ৩২টা টেট স্পেশ্যাল ট্রেন

ডিসেম্বর 10, 2022 | 2 min read

প্রাথমিক টেট পরীক্ষার জন্য নৈহাটি, ব্যারাকপুর, বারাসত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুরের মতো জায়গা থেকে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

দশটা শিয়ালদহ-ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল চালানো হবে। সকাল ৮ টা, সকাল ৯ টা ৫ মিনিট, সকাল ৯ টা ২৮ মিনিট, সকাল ৯ টা ৪০ মিনিট এবং সকাল ১০ টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে। ব্যারাকপুর থেকে সকাল ৮ টা ৪৮ মিনিট, সকাল ৯ টা ৫৭ মিনিট, সকাল ১০ টা ১৬ মিনিট, সকাল ১০ টা ৩০ মিনিট এবং সকাল ১১ টায় শিয়ালদহর উদ্দেশ্যে ট্রেন ছাড়বে বলে জানানো হয়েছে।

দুখানা শিয়ালদহ-নৈহাটি-শিয়ালদহ টেট লোকাল দেওয়া হয়েছে। যা সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদহ থেকে আর সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।

শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ স্পেশ্যাল লোকালও চলবে মাত্র দুখানা। সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে এবং সকাল ১১ টা ২৬ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন।

এক জোড়া শিয়ালদহ-মধ্যমগ্রাম-শিয়ালদহ স্পেশাল ট্রেন চালানো হবে। যা সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদহ থেকে আর সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়বে এই ট্রেন।

সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ লোকাল ছাড়বে শিয়ালদহ থেকে আর বারাসত থেকে ছাড়বে সকাল ১০ টা ৪০ মিনিটে।

শিয়ালদহ-দত্তপুকুর-শিয়ালদহ লোকাল ট্রেন ছাড়বে সকাল ৮ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে আর সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে।

এক জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদা-বজবজ-শিয়ালদা লাইনে। সকাল ৯ টা ৪৫ মিনিট শিয়ালদহ থেকে বজবজের উদ্দ্যশ্যে, আবার সকাল ১০ টা ৫৩ মিনিটে বজবজ থেকে শিয়ালদহর উদ্দেশ্যে ছাড়বে এই স্পেশাল ট্রেন।

শিয়ালদহ-সোনারপুর লাইনে দেওয়া হয়েছে দুই জোড়া স্পেশাল ট্রেন। সকাল ৯ টা ৩০ মিনিট এবং সকাল ৯ টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে, আর সকাল ৮ টা ৪২ মিনিট এবং সকাল ১০ টা ১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে এই ট্রেন।

শিয়ালদা-ক্যানিং-শিয়ালদা লোকাল শিয়ালদা থেকে দুপুর ২ টো ২ মিনিটে আর ক্যানিং থেকে দুপুর ৩ টে ৪৫ মিনিটে ছাড়বে।

শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা লোকাল শিয়ালদা থেকে সকাল ১০ টা ১২ মিনিটে আর সকাল ১১টা ৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে।

শিয়ালদা-হাসনাবাদ-শিয়ালদা লোকাল সকাল ১১ টা ৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে আর দুপুর ১ টা ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare
উৎসবের আবহে ফের করোনা-আতঙ্ক
FacebookWhatsAppEmailShare