আবহাওয়া বিভাগে ফিরে যান

বৃষ্টি কমে বাড়বে গরম দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারি বৃষ্টি

জুলাই 2, 2023 | < 1 min read

গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলা। ফলে সাময়িক মুক্তি মিলেছিল তীব্র গরম থেকে। কিন্তু এই মুক্তি যে দীর্ঘস্থায়ী নয়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

কমতে চলেছে দক্ষিবঙ্গে বৃষ্টির পরিমাণ, আর সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। উলটোদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। তবে সোম অথবা মঙ্গলবার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায়। জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। জারি হয়েছে সতর্কতা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare