স্বস্তির দিন শেষ, আগামীকাল থেকেই বাড়বে দাবদাহ
মার্চ 24, 2025 2 min read

কয়েকদিন বৃষ্টির পরে কিছুটা কমেছিল গরমের দাপট। মার্চে যে দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তাপমাত্রা কিছুটা কমার ফলে দিনে ও রাতে মনোরম পরিবেশ থাকছে। দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে তাপমাত্রা কমলে বেশ মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। তবে এই স্বস্তি বেশিদিনের জন্য নয়। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ফের বাড়তে চলেছে তাপমাত্রা।
আজ দক্ষিণবঙ্গের পশ্চিমে তিন জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। কিন্তু এরপরে বাংলায় বৃষ্টির নেই কোনও সম্ভাবনা। শুক্র- শনিবার নাগাদ উত্তরবঙ্গের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সমান সম্ভাবনা রয়েছে। আসাম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণবঙ্গে, মূলত কলকাতায়, আজ স্বাভাবিকের থেকেও প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সব জেলাতেই দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে।
তবে, আজ থেকে ক্রমাগত উর্দ্ধমুখী হবে দিন ও রাতের পারদ। বুধবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। পরের দুদিন একই রকম থাকবে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাবে তাপমাত্রা। আপাতত আগামী পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। =হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
উত্তরবঙ্গে সোমবার থেকে ঊর্ধ্বমুখী হতে চলেছে পারদ। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বুধবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দুই থেকে তিন দিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দুই তিন জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে।



