বাংলা বিভাগে ফিরে যান

টেলি অ্যাকাডেমি পুরস্কার ২০২৩

আগস্ট 25, 2023 | 2 min read

May be an image of 6 people, people smiling and text

গতকাল (২৪ আগস্ট, বৃহস্পতিবার) অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’ (Tele Academy Award) ২০২৩। প্রত্যেকবারের মতন এবারও ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে বসেছিল চাঁদের হাট।

২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের পথচলা। এবার মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হল টেলি অ্যাকাডেমির তরফ।

সেরা অভিনেতা হয়েছেন দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া) ও সেরা অভিনেত্রী হয়েছেন অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী) ৷

একনজরে দেখুন সেরার তালিকা:

সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল – অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী

সেরা অভিনেতা – দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়ার সূর্য)

সেরা অভিনেত্রী – অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)

সেরা পরিবার – অনুরাগের ছোঁয়া, নিম ফুলর মধু এবং গাঁটছড়া

সেরা জুটি – সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া) এবং বিক্রম-ইন্দিরা (বাংলা মিডিয়াম)

সেরা বয়স্ক জুটি – মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার

সেরা প্রযোজক – ম্যাজিক মোমেন্টস (লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট (সুশান্ত দাস)

সেরা বউমা – স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়ার দীপা)

প্রিয় ছেলে – গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়ার ঋদ্ধি) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেলের শঙ্কর)

সেরা শাশুড়ি – রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেন)

সেরা মা – জুন মালিয়া (গাঁটছড়ার মঞ্জিরা)

সেরা বোন ও ভাই – অনুষ্কা (গাঁটছড়ার বনি) প্রারব্ধি (অনুরাগের ছোঁয়ার জয়)

বিশেষ পুরষ্কার – তৃণা সাহা (বালিঝড়ের ঝোড়া)

সেরা খল-নায়ক – অনিন্দ্য চক্রবর্তী (খেলনা বাড়ির পলাশ) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়ার রাহুল)

সেরা খল-নায়িকা – চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল-র শৈলজা), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপের রোহিনী), প্রিয়া পাল (জগদ্ধাত্রীর দিব্যা), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়ার মিশকা)

আজীবন অবদানের স্বীকৃতি – সুমন্ত মুখোপাধ্যায়

‘সেরা অভিনয়’ (বিশেষ সম্মান) – কৌশিক সেন (গোধূলি আলাপ)

মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান – ঐন্দ্রিলা শর্মা

অনুপ্রেরণা মূলক চরিত্র – সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ) তিয়াসা লেপচা (বাংলা মিডিয়াম)

পাদ প্রদীপের তলায় (বিশেষ সম্মান) – নিমাই ঘোষ

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ
FacebookWhatsAppEmailShare
লক্ষ্মীর সঙ্গেই আরাধনা সরস্বতীর, কিন্তু কেন এমন রীতি?
FacebookWhatsAppEmailShare
লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare