বাংলা বিভাগে ফিরে যান

আর জি করের প্রতিবাদ কর্মসূচিতে আলাপ, সেই ‘প্রতিবাদী সঙ্গীদের’ হাতেই গণধর্ষিতা তরুণী

সেপ্টেম্বর 17, 2024 | < 1 min read

আর জি করের প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ, পরিচয়। এর পর ফেসবুকে বন্ধুত্ব। আর সেই ‘প্রতিবাদী সঙ্গীদের’ হাতেই গণধর্ষিতা হলেন তরুণী। মদ্যপানের পর সেই দুই বন্ধুই তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শনিবার রাতে দুই বন্ধুকে তরুণী নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তরুণীর খড়দহের বাড়িতে খাওয়া-দাওয়া হয়। নির্যাতিতার দাবি, দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন। তিনি কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েন। তখনই দু’জন তাঁকে যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, মত্ত অবস্থায় দু’জনে তাঁকে ধর্ষণ করে ভিডিয়ো-ও করেন বলে অভিযোগ। ধর্ষণের পরে সেই ভিডিয়ো দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলে দাবি করেছেন তরুণী।

তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম অর্ঘ্য দাস, শুভম ধর। দুজনেরই বেলঘরিয়া বাসিন্দা। নির্যাতিতার বাড়ি খড়দহ থানার এমএস মুখার্জি রোড এলাকায়।সোমবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে। এই হাসপাতালের চিকিৎসক কৌশিক রায় জানিয়েছেন, ”সমাজের পরিবর্তনও আমাদের আন্দোলনের একটা অংশ। তবুও এই রকম জঘন্য ঘটনা থামছে না। এদিনও একটি কেসের মেডিক্যাল করলাম। মানুষের বিবেক জাগ্রত হওয়ার প্রয়োজন আছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare